ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ফরচুন সুজের গুদামে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

২০২৫ মার্চ ২৬ ১১:৩৭:৪২
ফরচুন সুজের গুদামে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রফতানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে বরিশালের কাউনিয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত কোম্পানিটির গুদামে হঠাৎ আগুন লাগে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে তারা গুদামে আগুন দেখতে পান এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নির্বাপণ করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, "অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে গুদামটি চারদিক থেকে বন্ধ থাকায় এবং দাহ্য মালামাল থাকায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।"

তিনি আরও জানান, ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, যার ফলে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে