ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

বড় আকারে নড়েচড়ে বসেছে লিজিং খাতের শেয়ার

২০২৫ মার্চ ২৫ ১৬:৪০:৫৭
বড় আকারে নড়েচড়ে বসেছে লিজিং খাতের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর বড় আকারে নড়েচড়ে বসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিজিং খাতের কোম্পানিগুলো। আজ মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম ১০টি কোম্পানির মধ্যে ৮টিই ছিল লিজিং খাতের। এরপর দাম বৃদ্ধির পরবর্তী ১০টির মধ্যে লিজিং খাতের কোম্পানি ছিল ৬টি।

ডিএসইতে আজ দাম বৃদ্ধির শীর্ষ অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দাম বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে অবস্থান করছে। কোম্পানিটি আজ লেনদেনে শীর্ষ কোম্পানির তালিকায়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ডিএসইতে এদিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য লিজিং কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের দাম বেড়েছে ৯.২৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৮২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭.৩৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৭১ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.০৮ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫ শতাংশ, বিএফসি ফাইন্যান্সের ৪.৩৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সে ৪.৩৫ শতাংশ ও আডিএলসি ফাইন্যান্সের ৪.২৮ শতাংশ।

আজ লিজিং খাতের ১৯টি কোম্পানির দাম বেড়েছে, ৩টির দাম অপরিবর্তিত রয়েছে এবং ১টির দাম কমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে