ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে হঠাৎ ট্রেজারি বন্ডের বড় লেনদেন, বিনিয়োগকারীদের কৌতূহল

২০২৫ মার্চ ২৪ ২৩:৪৪:৪১
শেয়ারবাজারে হঠাৎ ট্রেজারি বন্ডের বড় লেনদেন, বিনিয়োগকারীদের কৌতূহল

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ মার্চ) ট্রেজারি বন্ডের লেনদেনে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ২০ বছর মেয়াদি একটি ট্রেজারি বন্ড, যা বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাধারণত শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন খুব বেশি হয় না। ফলে এদিন বন্ডের এতো বিশাল লেনদেন নজর কেড়েছে। বাজারের বিভিন্ন অংশের লোকজন পরস্পরের কাছে জানতে শুরু করেন, কে এই বন্ড কিনেছেন কিংবা কে বিক্রি করেছেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার লেনদেনের শীর্ষে ছিল ২০ বছর মেয়াদি টিবি (ট্রেজারি বন্ড) ০৭৪৪ বন্ডটি, যেখানে এক লেনদেনে ৪ লাখ ইউনিটের হাতবদল হয়েছে। মাত্র একটি আদেশের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়েছে, যার বাজারমূল্য ছিল ৪২ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ একজন বিক্রেতা বন্ডটির চার লাখ ইউনিট বিক্রি করেছেন এবং একজন ক্রেতা তা কিনেছেন।

বন্ডটির বিশাল লেনদেন সম্পর্কে জানা যায়, লেনদেনটি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সহযোগী ব্রোকারেজ হাউস আইসিবি সিকিউরিটিজ ট্রেডিংয়ে সম্পন্ন হয়। আসলে এক তহবিলের মাধ্যমে বন্ড বিক্রি করা হয় এবং অন্য তহবিলের মাধ্যমে তা কিনে নেওয়া হয়।

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির উপপ্রধান নির্বাহী আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইসিবির একটি তহবিল থেকে এই বন্ড বিক্রি করা হয়েছে এবং অন্য তহবিল থেকে তা কিনে নেওয়া হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০ বছর মেয়াদি এই বন্ডটি গত বছর ৮ সেপ্টেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। যার ইস্যু তারিখ ছিল ২৮ জুলাই। বন্ডটির মেয়াদ শেষ হবে ২০৪৪ সালের ২৮ জুলাই। যার মোট মেয়াদ ১৯ বছর ৪ মাস ৪ দিন। বর্তমানে এর কুপন রেট বা সুদহার ১২.৭৫ শতাংশ।

শেয়ারবাজারে আজ লেনদেন হওয়া বন্ডটির ইউনিটের দাম ১ টাকা ৩১ পয়সা বেড়ে ১০৬ টাকা ৮৮ পয়সায় দাঁড়িয়েছে। এ দামে ৪ লাখ ইউনিটের হাতবদল হয়। বন্ডটির মোট ইউনিট সংখ্যা ২১ কোটি ৬৬ লাখ ৮২ হাজার। সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই বন্ড ইস্যু করে বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে