ঢাকা, শনিবার, ২৯ মার্চ ২০২৫
Sharenews24

নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুলের বিপুল সম্পত্তি জব্দ

২০২৫ মার্চ ২৪ ১৭:৩৭:৩১
নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুলের বিপুল সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক : নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম, তাঁর স্ত্রী ইসরাত জাহান এবং তাদের ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে ১৭৮ বিঘা জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই সম্পদগুলো রাজশাহীর পবা থানার তেকাটাপাড়া গ্রামে অবস্থিত।

আজ (২৪ মার্চ, ২০২৫) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এর আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। দুদকের পক্ষে আবেদনে উপপরিচালক মো. মাসুদুর রহমান এসব সম্পদ জব্দের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা সম্পত্তির তালিকা:

১. আমিনুল ইসলামের সম্পত্তি: ১৩২ বিঘা জমি

২. ইসরাত জাহানের সম্পত্তি: ২৩ বিঘা জমি

৩. নাবিল ফার্মা লিমিটেড: ১৩ বিঘা জমি

৪. আনোয়ার ফিড মিলস লিমিটেড: ১ বিঘা জমি

৫. নাবিল গ্রেট হোমস লিমিটেড: ৯ বিঘা জমি

৬. নাবিল নাবা ফুডস: ৮ শতক জমি

অভিযোগ ও তদন্ত:

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা এবং তাদের সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে ঋণ আত্মসাৎ, জালিয়াতি, প্রতারণা, ঘুষ-দুর্নীতি ও মানিলন্ডারিং এর মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে পাওয়া তথ্য অনুযায়ী, তারা যেসব স্থাবর সম্পত্তি অর্জন করেছেন, তা বিক্রি বা হস্তান্তর হয়ে যেতে পারে, যার ফলে অনুসন্ধান ও অপরাধলব্ধ অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

এই পরিস্থিতিতে, তাদের স্থাবর সম্পত্তিগুলো যাতে বিক্রি বা স্থানান্তর না হয়, সেজন্য আদালত ওই সম্পত্তি জব্দ করার আদেশ দেন।

এদিন আদালতে আমিনুল ইসলাম তার আইনজীবীর সঙ্গে আলাপ করছিলেন এবং জানতে চাচ্ছিলেন, "আজকের মামলা কি? মোট কয়টা মামলা হয়েছে?" তখন তার আইনজীবী জানান, "৬০টি মামলা হয়েছে", আর অন্য একজন আইনজীবী বলেন, "না, ৫৬টি মামলা হয়েছে।" তখন আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না।"

মামলার শুনানির পর, পুলিশ বাড্ডা থানার হত্যা মামলায় আমিনুল ইসলাম কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। পরে, তাকে পুলিশ প্রহরায় আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। গত ১৬ অক্টোবর, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল।

জাহান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে