ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাজার পতনের নেপথ্যে নয় মেগা শেয়ার

২০২৫ মার্চ ২৩ ১৬:১০:০৩
বাজার পতনের নেপথ্যে নয় মেগা শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আগের দুই কর্মদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও (২৩ মার্চ) শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৮৩টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে ২৫৩টি প্রতিষ্ঠানের দাম কমেছে। ডিএসইর প্রধান সূচক আজ কমেছে ১৮.৩৪ পয়েন্ট।

আমারস্টক জানিয়েছে, এদিন ৯ মেগা কোম্পানির শেয়ার ডিএসইর প্রধান সূচক কমিয়েছে ১৩ পয়েন্টের বেশি। কোম্পানিগুলো হলো-রবি, ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ারগ্রীড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ওয়ালটন হাইটেক ও ইউনাইটেড পাওয়ার কোম্পানি।

কোম্পানিগুলোর মধ্যে আজ সূচকের সবচেয়ে বেশি পতন ঘটিয়েছে রবির শেয়ার। কোম্পানিটির শেয়ার দাম আজ কমেছে ৪০ পয়সা বা ১.৫৪ শতাংশ। এরফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.২৯ পয়েন্ট।

একইভাবে ব্র্যাক ব্যাংক আজ ডিএসইর সূচক কমিয়েছে ১.৯৫ পয়েন্ট, সামিট পাওয়ার ১.৩৪ পয়েন্ট, পাওয়ারগ্রীড ১.২৯ পয়েন্ট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ১.২৩ পয়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১.২২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ১.০৫ পয়েন্ট এবং ইউনাইটেড পাওয়ার ০.৯৩ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে