ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগের চার খলিফা নিয়ে ছাত্রলীগের নাজমুলের পোস্ট

২০২৫ মার্চ ২১ ১০:৪৭:৩৯
আ.লীগের চার খলিফা নিয়ে ছাত্রলীগের নাজমুলের পোস্ট

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সম্প্রতি তার ফেসবুক পেজে আওয়ামী লীগের চার নেতা সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, শেখ হাসিনা চারজন নেতাকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা "চার খলিফা" হয়ে উঠেছেন।

নাজমুল আলম বলেন, "তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, ক‍্যাপ্টেন মনসুর আলী) সাথে তুলনা করা শুরু করেছে," এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দলের কার্যক্রমে "অন‍্যায়" ঘটানোর অভিযোগ তুলে বলেন, তারা "পার্টির মালিক সেজেছিলো"।

নাজমুল আরও বলেন, "৪ আগস্ট পর্যন্ত ৩/এ তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে দেওয়া" এবং এমনকি "নিজেদের নির্বাচনী আসনটিতেও সামাল দিতে পারেনি"। তিনি এসময় আওয়ামী লীগের সাবেক নেতাদের সাফ জানান, "রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিলো, তা না হলে তারা পিছু হটে যেতো"।

পোস্টে নাজমুল আরও প্রকাশ্যে অভিযোগ করেছেন যে, "চার খলিফার" অবস্থা নিয়ে তার হাতে রয়েছে অনেক তথ্য, যেখানে তিনি তাদের পালাতক নেতাদের সম্পর্কে বলেন, "কোন দেশে তাদের বউ ছেলেমেয়ে কতো বছর যাবত রাজকীয় জীবনযাপন করছে" এবং "কর্মীরা জানে না, কিন্তু অনেক কিছুই জানা আছে"।

এমন এক বিতর্কিত পোস্টের মাধ্যমে নাজমুল আলম আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন, যেখানে তার অভিযোগ মূলত দলের শীর্ষ নেতাদের উপর করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে