ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তিন ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিয়োগে আইডিআরএ’র অনুমোদন

২০২৫ মার্চ ১৮ ২২:২৫:৫৮
তিন ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিয়োগে আইডিআরএ’র অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন সাধারণ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

কোম্পানি তিনটি হল– ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠি মঙ্গলবার (১৮ মার্চ) নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যান ও এমডির কাছেও পাঠানো হয়েছে।

কোম্পানি তিনটির মধ্যে তালুকদার মো. জাকারিয়া হোসেনকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৫ জানুয়ারি ২০২৫ থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছর এই দায়িত্ব পালন করবেন।

এছাড়া, মুহাম্মদ আবু বক্কর সিদ্দিককে জনতা ইন্স্যুরেন্সের সিইও পদে ৩ বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক সিইও জামিরুল ইসলামকে গ্লোবাল ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৩ মার্চ ২০২৫ থেকে আগামী ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছর সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে