ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

গরমের তীব্রতা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

২০২৫ মার্চ ১৫ ১৩:৪১:২৬
গরমের তীব্রতা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : চলতি রমজান মাসে দেশের মুসলিমরা শীতল পরিবেশে রোজা পালন করছেন। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোজার শেষ দিকে দেশের তাপমাত্রা বাড়তে পারে।

এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, এবং চলতি রমজানে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। ফলে, রমজান মাসের শেষদিকে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, আজ শনিবার (১৫ মার্চ) সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামীকাল রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা কম থাকবে, এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এটি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে।

এছাড়া, দেশের তাপমাত্রা বৃদ্ধির ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে, বিশেষত রমজান মাসের শেষের দিকে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে