ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব

২০২৫ মার্চ ১৬ ১২:৩০:২৮
প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ঢাকা ছাড়ার আগে, তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোনালাপে তারা একে অপরকে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। এর পরপরই জাতিসংঘ মহাসচিব বিমানবন্দরে পৌঁছে দেশে ফিরে যান।

বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে জাতিসংঘ মহাসচিব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং শিশুরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।

গুতেরেস তার সফরের দ্বিতীয় দিন, শুক্রবার (১৪ মার্চ), কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করেন এবং তাদের সংকট নিয়ে আলোচনা করেন।

তার সফরের তৃতীয় দিন, শনিবার (১৫ মার্চ), জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। পরে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন এবং তরুণ সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।

এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব। সংবাদ সম্মেলন শেষে, তিনি ইফতার ও আর্লি ডিনার সেশনে অংশ নেন।

গুতেরেস তার সফরের শেষে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতার কথা প্রকাশ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে