ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

‘যায়যায়দিন’ পত্রিকার নিয়ম লঙ্ঘনের অভিযোগে সরকারের কঠোর সিদ্ধান্ত

২০২৫ মার্চ ১২ ১৫:৪৯:৫০
‘যায়যায়দিন’ পত্রিকার নিয়ম লঙ্ঘনের অভিযোগে সরকারের কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : সরকার নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ সই করা একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশনা অনুমোদিত প্রেস থেকে হচ্ছে না, অথচ সেখানে মিথ্যা তথ্য প্রদান করা হচ্ছিল—এই অভিযোগে শফিক রেহমান সরকারকে জানিয়েছেন।

সরকারের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর, প্রিন্টিং এবং প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে পত্রিকার মুদ্রণের ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে। এটি ১৯৭৩ সালের ‘প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লেয়ারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট’ এর ১০ ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।

ডিক্লেয়ারেশন বাতিল হওয়ায় পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকার সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সরকারের এই পদক্ষেপের পর, কোনো পত্রিকা যদি অনিয়মিতভাবে প্রকাশিত হয় বা আইন লঙ্ঘন করে, তার ডিক্লেয়ারেশন বাতিল করা যেতে পারে।

এটি সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ ও আইনগত অবস্থানকে শক্তিশালী করে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে