ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা

২০২৫ মার্চ ১২ ১০:২৫:০৩
ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা লাকি আক্তারকে "ফ্যাসিবাদী" আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে পৌঁছান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’ কর্মসূচি আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান, যেমন- "শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা"।

এবি জুবায়ের নামের এক শিক্ষার্থী বলেন, "২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল। তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তবে বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না।"

মুসাদ্দিক আলী বলেন, "যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। না হলে আমরা আবার রাজপথে নামবো।"

এছাড়া তিনি দাবি করেন, "২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে, না হলে শাহবাগীরা আর রাজপথে থাকবে না।"

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে