ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

এবার অনলাইনে এফআইআর দায়েরের সুযোগ

২০২৫ মার্চ ১১ ১৫:০৯:৩৭
এবার অনলাইনে এফআইআর দায়েরের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : সরকার নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি পুলিশের ডিজিটাইজেশনের অংশ হিসেবে সরকার গ্রহণ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজও হাতে নিয়েছে সরকার।

এছাড়া, নতুন একটি শর্টকোড ৩৩৩৩ চালু করা হবে। এই কোড দিয়ে নারীরা ৩৩৩ নম্বরে ফোন করে অথবা ৩৩৩৩ ডায়াল করে নারী নির্যাতন সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন। এভাবে অভিযোগগুলো সরাসরি পুলিশের কল সেন্টারে ফরোয়ার্ড হয়ে যাবে। নারীদের অভিযোগ জানানোর সুবিধার্থে কল সেন্টারে শুধুমাত্র নারী কর্মী রাখার পরিকল্পনা করা হচ্ছে।

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, সাধারণ ডায়রি (GD) জমা দেওয়ার পদ্ধতিতে। এখন থেকে অনলাইনে এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) করা যাবে। এর মাধ্যমে কল সেন্টারে প্রোফাইল ডাউনলোড হওয়ার পর সরাসরি সংশ্লিষ্ট থানায় যাবে।

এছাড়া, ৯৯৯ সেবার ক্যাপাসিটি বৃদ্ধির প্রক্রিয়া চলছে, তবে আপাতত ৩৩৩৩ সেবা ৯৯৯ এ অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে