ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলে নতুন পদ্ধতি শুরু

২০২৫ মার্চ ০৭ ২২:৫৯:৫৯
যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলে নতুন পদ্ধতি শুরু

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি চালু করেছে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে।

নতুন এই নীতির আওতায় যদি কোনো শিক্ষার্থী হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত হন বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে তাদের ভিসা বাতিল করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ একযোগে এই কার্যক্রম পরিচালনা করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে, যাদের হামাস সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি অনুসরণ করছে। তিনি সতর্ক করেছেন, বিদেশি শিক্ষার্থীরা যদি আইন ভঙ্গ করে, তাদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হতে পারে।

এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাশরুর/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে