ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকা লেনদেন!

২০২৫ মার্চ ০৬ ২২:১৮:২৫
ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকা লেনদেন!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চমকে উঠেছে। তার ব্যাংক একাউন্টে ১৪ হাজার কোটি টাকার বেশি লেনদেনের খবর এসেছে, যা কোনো সাধারণ নাগরিকের জন্য অবিশ্বাস্য।

গত ২৫ ফেব্রুয়ারি 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে লাক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদক একটি মামলা করেছে। অভিযোগ করা হচ্ছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৫৫ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। ১৯৯০ থেকে ২০২৪ সালের মধ্যে ৭ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা জমা এবং ৭ হাজার ১৮৭ কোটি ৩২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে থেকে।

এর পাশাপাশি তার স্ত্রীর নামে ১৪ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগও উঠেছে। তার স্ত্রীর ১৪টি ব্যাংক একাউন্টে মোট ৪৬১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

এছাড়া, লাক মিয়ার ব্যক্তিগত কর্মচারী মো. মহসিন মোল্লার বিরুদ্ধে তদন্ত চলছে। মাসে মাত্র ১২ হাজার টাকা বেতন পাওয়া মহসিনের ব্যাংক একাউন্টে ১০ হাজার ৩২২ কোটি ৭৬ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার একাউন্টে ৫ হাজার ১৬১ কোটি ৪২ লাখ টাকা জমা এবং ৫ হাজার ১৬১ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে