ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

ড. ইউনূসের নির্বাচন পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ নাহিদের

২০২৫ মার্চ ০৬ ২১:৪৩:১৯
ড. ইউনূসের নির্বাচন পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ নাহিদের

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর চাহিদার উপর নির্ভর করবে। তিনি জানিয়ে দেন যে, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে যদি আরও বেশি সংস্কার চায়, তাহলে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এই বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তার মতে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এখনও সক্ষম হয়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, "গত সাত মাসে আমরা প্রত্যাশা করেছিলাম যে, রাজনৈতিক ব্যবস্থা, আইন এবং শাসন শীঘ্রই সংস্কার হবে, কিন্তু তা প্রত্যাশামতো হয়নি। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা বিবেচনায়, আমি মনে করি না যে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব।"

তবে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অংশ নিতে প্রস্তুত। নাহিদ বলেন, "যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হতে পারি, তবে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব। কিন্তু যদি এতে সময় লাগে, তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে