ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

জেগে উঠেছে ‘বি’ ক্যাটাগরির আরও দুই শেয়ার

২০২৫ মার্চ ০৫ ১৫:৪৭:০৯
জেগে উঠেছে ‘বি’ ক্যাটাগরির আরও দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক: গত দুই সপ্তাহ যাবত শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরির কিছু কোম্পানিতে বিনিয়োগকারীদের তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে প্রতিদিনই বিক্রেতা সংকটে পড়ে ‘বি’ ক্যাটাগরির কিছু কিছু শেয়ার হল্টেড হচ্ছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার বিক্রেতা সংকটের তালিকায় যুক্ত হয়েছে আরও দুই কোম্পানি। যেগুলো হলো-হাক্কানী পাল্প ও লিগ্যাছি ফুটওয়্যার লিমিটেড।

এদিন ৫ কর্মদিবস পর শেয়ারবাজার নেতিবাচক প্রবণতার বৃত্ত ভাঙ্গলেও বিক্রেতা সংকটে পড়া শেয়ারের সংখ্যা অনেক কমে গেছে। অন্যান্য দিন নেতিবাচক প্রবণতার মধ্যেও বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে, এমন কোম্পানির সংখ্যা ৫-এর অধিক দেখা গেছে।

কিন্তু আজ মাত্র তিনটি কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। যেগুলোর সবগুলোই ‘বি’ ক্যাটাগরির। তারমধ্যে একটি কোম্পানির শেয়ার শেষবেলায় হল্টেডের অবস্থান ধরে রাখতে পারেনি। যেটি হলো লিগ্যাছি ফুটওয়্যার। তবে এটি আজ হল্টেডের কাছাকাছি লেনদেন হয়েছে।

এদিন ‘বি’ ক্যাটাগরির হাক্কানী পাল্প ও লিগ্যাছি ফুটওয়্যার নতুন করে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে। এই দুই শেয়ারের মধ্যে হাক্কানী পাল্পের শেয়ার দাম গত ২৫ ফেব্রুয়ারি ছিল ৫৭ টাকা ৪০ পয়সায়। তারপর থেকে ইতিবাচক প্রবণতায় দেখা যায় শেয়ারটির দাম। মাঝে একদিন সংশোধনে ছিল। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৬৬ টাকা ৬০ পয়সায়। আজ দাম বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯০ শতাংশ। পাঁচ কর্মদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ১৩.৮১ শতাংশ।

অন্যদিকে, গত ২৩ ফেব্রুয়ারি লিগ্যাছি ফুটওয়্যারের দাম ছিল ৫৫ টাকা ৯০ পয়সায়। তারপর থেকে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয় শেয়ারটি। আজ দাম সবচেয়ে বেশি বেড়েছে। আজ দাম বেড়েছে ৫ টাকা বা ৮.৫৯ শতাংশ। ২৩ ফেব্রুয়ারির পর শেয়ারটির দাম বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা বা ১৪ শতাংশের বেশি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে