ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

ইতিবাচক প্রবণতায় টার্ন নিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের এখনো পিছুটান

২০২৫ মার্চ ০৫ ১৪:৩০:৪২
ইতিবাচক প্রবণতায় টার্ন নিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের এখনো পিছুটান

নিজস্ব প্রতিবেদক: পাঁচ কর্মদিবস পতনের বৃত্তে ঘুরপাক খাওয়ার পর সামান্য ইতিবাচক প্রবণতায় ফিরেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজও নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠতে পারেনি।

এদিন ডিএসই-তে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমলেও সিএসই-তে দাম কমা-বাড়ার প্রতিষ্ঠানের সংখ্যা সমানে সমান। তবে আগের দিনের তুলনায় আজ উভয় বাজারের লেনদেন কমেছে। ডিএসইর লেনদেন গত এক মাস ১০ কর্মদিবসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। এর আগে গত ২৬ জানুয়ারি ডিএসই-তে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৪০ লাখ টাকার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ কর্মদিবসে ডিএসইর সূচক কমেছে ৭৩ পয়েন্ট। পাঁচ কর্মদিবস পর আজ বাজার সামান্য ইতিবাচক প্রবণতায় টার্ন নিয়েছে। তারপরও এটি বাজার ঘুরে দাঁড়ানোর লক্ষণ। আগামীকাল থেকে বাজার হয়তো সামনের দিকে অগ্রসর হতে পারে।

বুধবারের শেয়ারবাজার

আজ ডিএসইর প্রধান সূচক ২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ০.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯১ বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার। লেনদেন কমেছে ২০ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৮৪টির এবং পরিবর্তন হয়নি ৯০টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৩৭ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৮২.৭৬ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর