ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বইমেলায় বই বিক্রির চূড়ান্ত হিসাব প্রকাশ

২০২৫ মার্চ ০৪ ২২:২৯:১৩
বইমেলায় বই বিক্রির চূড়ান্ত হিসাব প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি, অমর একুশে বইমেলা শেষে চার দিন পর, এবারের বই বিক্রির চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। এবারের বইমেলায় মোট ৭২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবা সেক্টরের, বাকি ৭০৩টি প্রকাশনা প্রতিষ্ঠান।

বাংলা একাডেমি জানায়, ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পাওয়া গেছে, এবং এই বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তবে, বাকি প্রকাশনীগুলোর বই বিক্রির আনুমানিক পরিমাণ যোগ করে মোট বিক্রি ৪০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করছে বাংলা একাডেমি।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায়, বইমেলা কমিটির সদস্যসচিব সরকার আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বইমেলার মোট বিক্রির পরিমাণ নিয়ে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রি ৬১ লাখ টাকা ছিল বলে এক প্রতিবেদনে বলা হয়েছিল। তবে অনেকেই ওই পরিমাণকে মেলার মোট বিক্রি হিসেবে ধরেছেন, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এছাড়া, এবার বইমেলায় ৭২১টি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত। ৭০৩টি ছিল প্রকাশনাপ্রতিষ্ঠান। মেলা শেষে, ৩৫১টি প্রতিষ্ঠানের বিক্রির হিসাব পাওয়া গেছে, যা ২০ কোটি টাকার কাছাকাছি। বাকি প্রতিষ্ঠানগুলোর বিক্রির পরিমাণ যোগ করলে মোট বিক্রি প্রায় ৪০ কোটি টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলা একাডেমি তাদের বিজ্ঞপ্তিতে আরও জানায়, এবারের মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। তবে এই হিসাব মূলত আনুমানিক এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা হয়েছে।

গত বছর ৩১ দিনের বইমেলা অনুষ্ঠিত হয়েছিল ১ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। ওই বছর প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবং মেলায় ৫০ লাখেরও বেশি মানুষ সমাগম হয়েছিল।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে