ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

হাসিনার কন্যা পুতুলের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৫ মার্চ ০৪ ২২:২৪:৩৫
হাসিনার কন্যা পুতুলের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৪৮ কোটি ৩৫ লাখ টাকা পাচারের অভিযোগ রয়েছে, যা তদন্তকারী কর্মকর্তারা তাদের আবেদনপত্রে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল তার মা শেখ হাসিনার সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলিলের বিধি, নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘন করে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করে এবং তা মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছে।

প্রাথমিক তদন্তে দেখা যায়, সূচনা ফাউন্ডেশনসহ সায়মা ওয়াজেদ পুতুল ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা প্রতিষ্ঠানটির অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। যদি অনুসন্ধানের সময়ে এসব সম্পদ স্থানান্তরিত বা হস্তান্তরিত হয়, তাহলে পরে টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে, পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে