ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

সমকামিতার অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা

২০২৫ মার্চ ০৪ ১৮:৩২:৩২
সমকামিতার অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে যুক্ত হওয়ার পর ডা. তাসনিম জারাকে 'গে অ্যাক্টিভিস্ট' হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ, এমন অভিযোগ করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডা. তাসনিম জরা জানান, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানানো গল্প। তিনি বলেন, "রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।"

তিনি আরও জানান, কিছু ব্যক্তি তাকে ব্র্যাকের সঙ্গে কাজ করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছেন। ডা. তাসনিম জরা বলেন, তিনি ব্র্যাকের সঙ্গে SRHR (Sexual and Reproductive Health Rights) নিয়ে সচেতনতামূলক তিনটি ভিডিও তৈরি করেছেন, যা তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এক বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত। ভিডিওগুলোর বিষয়ে তিনি বলেন, "এগুলোতে ব্র্যাকের নাম এবং লোগো স্পষ্টভাবে দেওয়া আছে, কোনো লুকোছাপা নেই।"

ভিডিওগুলোর বিষয়বস্তু ছিল:

অনিয়মিত মাসিক সম্পর্কে জানানো - কিভাবে বুঝবেন অনিয়মিত মাসিক হলে কি করতে হবে, এমন তথ্য দেওয়া।

[ভিডিও লিংক]

(https://www.facebook.com/DoctorTasnimJara/videos/402849398757714)

স্বপ্নদোষের বিষয়ে দুশ্চিন্তা দূর করা - স্বপ্নদোষ হলে কী করবেন এবং কতবার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক, এই বিষয়টি নিয়ে আলোচনা।

[ভিডিও লিংক]

(https://www.facebook.com/DoctorTasnimJara/videos/667255245426418)

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা - মানসিক চাপ দূর করার কিছু কার্যকর টেকনিক শেখানো।

[ভিডিও লিংক]

(https://www.facebook.com/DoctorTasnimJara/videos/420114260452412)

ডা. তাসনিম জরা আরও বলেন, "এই ভিডিওগুলোর কমেন্ট পড়লে বুঝতে পারবেন কত মানুষ উপকার পেয়েছে। যারা এটাকে গে অ্যাক্টিভিজম হিসেবে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্য কী তা তাদের পোস্টগুলো দেখে আপনারাই বুঝতে পারবেন।"

তিনি বলেন, ব্র্যাকের সঙ্গে তার একমাত্র কাজ এই নয়, তিনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কেও কাজ করেছেন এবং করোনাকালীন সময়েও ব্র্যাকের সাথে নানা সামাজিক উদ্যোগে যুক্ত ছিলেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে