ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘জুলাই কোটা’ বাতিল, যা বললেন সারজিস আলম

২০২৫ মার্চ ০৪ ১৮:২৯:১৮
‘জুলাই কোটা’ বাতিল, যা বললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়ে ৫ শতাংশ কোটা বাতিল করেছে। ৩ মার্চ, ২০২৫ তারিখে নতুন আদেশ জারি করা হয়, যেখানে কোটা বাতিল করে প্রতি শ্রেণিতে একটি করে অতিরিক্ত আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। তিনি লেখেন, "জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোটা বাতিল করা হয়েছে। কোটার বিপক্ষে লড়াই শুরু হয়ে সেটা গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল, আমরা যেন সেটা ভুলে না যাই।"

নতুন আদেশ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এর আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১টি আসন সংরক্ষিত থাকবে।

এছাড়া, শহীদ পরিবারের সদস্যদের আবেদনপত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ইস্যুকৃত গেজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। যদি ওই পরিবারের সদস্যরা না পাওয়া যায়, তবে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে এবং আসন শূন্য রাখা যাবে না।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে