ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বাবুপাড়া থেকে সাদ্দাম গ্রেপ্তার

২০২৫ মার্চ ০৪ ১৮:২৭:০৫
বাবুপাড়া থেকে সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি যুবলীগ নেতা নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর স্টেশন এলাকার বাবুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাদ্দামের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সাদ্দাম, যে যুবলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলায় জড়িত ছিলেন। ওই সময় তিনি আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহিত অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিলেন। হামলায় আহত এক আন্দোলনকারী মামুনুর রশিদ মামুন হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করা হচ্ছে। ওসি আতাউর রহমান জানান, বুধবার তাকে আদালতে তোলা হবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে