ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বেনজির আহমেদের ঘনিষ্ঠ ইমরানকে নিয়ে তদন্তের মধ্যে রহস্য

২০২৫ মার্চ ০৪ ১৭:৩১:৫০
বেনজির আহমেদের ঘনিষ্ঠ ইমরানকে নিয়ে তদন্তের মধ্যে রহস্য

নিজস্ব প্রতিবেদক : ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিং মামলায় গ্রেফতার হওয়া সাদেক এগ্রোর ইমরানকে রিমান্ডে না নিয়ে সরাসরি আদালতে সোপর্দ করার বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। সাধারণত এত বড় অঙ্কের অর্থপাচার মামলায় আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ইমরানের ক্ষেত্রে কেন ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে সংশয় রয়েছে।

এই ঘটনায় বিশেষ কিছু বিষয় সামনে এসেছে। প্রথমত, ইমরান বিগত রেজিমের আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ একজন ব্যক্তি বলে জানানো হয়েছে। এ কারণে বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে এবং একে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে, একজন প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ হওয়ার কারণে তদন্তের ওপর কোন প্রভাব পড়ছে কিনা, কিংবা তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না, তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুকে লিখেছেন, "১৩৩ কোটি টাকা মানিলন্ডারিং মামলায় গ্রেফতার হওয়া আসামিকে রিমান্ডে না নিয়ে সরাসরি আদালতে পাঠানো বেশ অবাক করার মতো। আর যদি ব্যক্তিটি হয় বিগত রেজিমের কুখ্যাত ক্রীড়ানক বেনজির আহমেদের ঘনিষ্ঠ ইমরান, তাহলে প্রশ্ন ওঠে, বর্তমানে তাকে কে বা কারা সহায়তা করছে?"

বিশ্লেষকরা মনে করছেন, সাধারণত এত বড় অঙ্কের অর্থপাচার মামলায় তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া হয় যাতে যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত বের করা যায়। কিন্তু ইমরানের ক্ষেত্রে কেন এমন ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে আইনপ্রণেতা ও সাধারণ মানুষদের মধ্যে নানা আলোচনা চলছে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সরকারের মধ্যে গোপন সমঝোতার অভিযোগও উঠেছে। অনেকেই সন্দেহ করছেন, ইমরানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার পেছনে রাজনৈতিক বা অন্য কোন ইন্ধন থাকতে পারে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে