ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ফের ধারাবাহিক পতন, দিশেহারা বিনিয়োগকারীরা

২০২৫ মার্চ ০৪ ১৪:৪০:৩৭
শেয়ারবাজারে ফের ধারাবাহিক পতন, দিশেহারা বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলছে টানা দরপতন। আজ মঙ্গলবার (০৬ মার্চ) পঞ্চম দিনের মতো ধারাবাহিক পতন হয়েছে উভয় শেয়ারবাজারে। এদিন সূচক পতনের পাশাপাশি কমেছে বেশিরভাগ লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দর। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ধারাবাহিকভাবে লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ২৬৭ পয়েন্ট। তারপর থেকেই চলছে টানা দরপতন। গত পাঁচ কর্মদিবসে ডিএসইর সূচক কমেছে ৭৩ পয়েন্ট। এ সময়ে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ১১ হাজার ২৮৮ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এর আগে টানা পতনের পর ডিএসইর সূচক টানা ৫ কর্মদিবস উত্থানে ফেরে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক বৃদ্ধি পায় ৭৫ পয়েন্ট। এবার টানা পতনের ডিএসইর সূচক কমেছে ৭৩ পয়েন্ট। এছাড়া, গত সপ্তাহে যেখানে ডিএসইর লেনদেন ৬০০ কোটি টাকা ছুঁয়েছিল, এখন লেনদেন ফের ৩০০ কোটির ঘরে নেমে গেছে।

তাঁরা বলছেন, বাজার এখন উঠার জায়গায় চলে এসেছে। এখান থেকে বাজার নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। যে কারণে লেনদেনের পরিমাণ তলানিতে চলে এসেছে। লোকসানে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চাচ্ছে না। এখন লেনদেন যা হচ্ছে, তা হচ্ছে নিটিং। নেট বাই ও সেল বলা যায় শুন্যের কোটায়। বাজার যেমন টেকঅপ করে, তখন এমন দৃশ্যেরই অবতারণা হয়।

মঙ্গলবারের শেয়ারবাজার

আজ ডিএসইর প্রধান সূচক ২৬.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকরে মধ্যে ডিএসইস ৪.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৪ কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার। লেনদেন কমেছে ৪৩ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৭টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩১ লাখ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১টির, কমেছে ১৪৯টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ২২.৬৭ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর