ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

জিল্লুর রহমানের দাবি নিয়ে হাসনাতের বিস্ফোরক জবাব

২০২৫ মার্চ ০৪ ১২:৪১:২০
জিল্লুর রহমানের দাবি নিয়ে হাসনাতের বিস্ফোরক জবাব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালের পরিচালক এক রোগীর চিকিৎসা বিল মাফ না করলে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ—এমন দাবি করেছেন তৃতীয় মাত্রা অনুষ্ঠানের উপস্থাপক জিল্লুর রহমান। তবে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার বলে দাবি করেছেন অভিযুক্ত হাসনাত আবদুল্লাহ।

৩ মার্চ ২০২৫, সোমবার, হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে জিল্লুর রহমানের দাবিকে অসত্য ও চরম মিথ্যাচার হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, এমন কোনও ঘটনা ঘটেনি যেখানে তিনি হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ পোস্টে বিস্তারিতভাবে ঘটনার ব্যাখ্যা দেন। তিনি জানান, ২ মার্চ ২০২৫, ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা যায়। ওই শিশুর চিকিৎসা বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ ২,২০,০০০ টাকা বিল ঘোষণা করে। শিশুর পরিবার এক লাখ টাকা পরিশোধ করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বাকি ১,২০,০০০ টাকা পরিশোধ না করলে মৃত শিশুর লাশ হস্তান্তর করতে অস্বীকার করে।

এমন পরিস্থিতিতে শিশুটির পরিবার হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করলে, তিনি তাদের মোবাইল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। হাসনাত জানান, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে মৃদু অনুরোধ করেন যে, বিলের কিছু অংশ কমানো বা মওকুফ করার বিষয়টি তাদের বিবেচনায় আসতে পারে। তবে, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর সহকারি কোনও সহায়তা করতে রাজি হননি।

হাসনাত আরও বলেন, তিনি কুমিল্লায় অবস্থান করছিলেন, তাই সশরীরে হাসপাতালে গিয়ে সাহায্য করা সম্ভব হয়নি। কিন্তু তিনি তার পরিচিত দুই ভাইকে হাসপাতাল পাঠিয়ে, নিহত শিশুর পরিবারকে সহায়তা করার জন্য বলেছিলেন। এরপর, অভিযোগ ওঠে যে হাসনাত হাসপাতাল ভাঙচুরের হুমকি দিয়েছেন, যা তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি সহানুভূতির সঙ্গে অনুরোধ করেছেন, কিন্তু এর কোনও হুমকি ছিল না।

পোস্টে হাসনাত আরও বলেন, তিনি ঘটনাটি জানার জন্য সংবাদকর্মীদেরকে হাসপাতাল পাঠান। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বাইরে অপেক্ষা করতে বলে এবং পরে তাদের সাথে যোগাযোগও করে না। হাসনাত দাবি করেন, ব্রিগেডিয়ার এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন, এবং তিনি তাকে অনুরোধ করেন বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে।

জিল্লুর রহমানের ভিডিওতে বলা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন এবং ওই হাসপাতালটি ভেঙে দেওয়ার কথা বলেছেন। তবে হাসনাত আবদুল্লাহ বলেন, "এটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যাচার" এবং সেই বক্তব্য তিনি কোনোভাবেই সমর্থন করেন না।

তিনি আরও বলেন, জিল্লুর রহমানের মতো একজন দায়িত্বশীল সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তার কাছ থেকে এমন একপাক্ষিক এবং ভিত্তিহীন মন্তব্য প্রত্যাশিত ছিল না। হাসনাত আবদুল্লাহ এর পাশাপাশি বলেন, "যে ব্যক্তি কখনও সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে উপস্থাপন করেছেন, তার কাছ থেকে এ ধরনের পক্ষপাতদুষ্ট বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়।"

হাসনাত আবদুল্লাহ শেষ মন্তব্যে বলেন, জিল্লুর রহমানের বক্তব্যের ফলে তার বস্তুনিষ্ঠতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে