ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

ইউএনও অফিসে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

২০২৫ মার্চ ০৪ ১২:৪০:৪০
ইউএনও অফিসে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সোমবার (০৩ মার্চ) বিএনপির কয়েকজন নেতাকর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ চার নেতা।

ঘটনায় আহত চারজন হলেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক ই আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস এবং সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের চার নেতা ইউএনও অফিসে কোনো এক কাজে গেলে ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন। এ সময় বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমানের নেতৃত্বে কিছু বিএনপি নেতাকর্মী অফিসে আসেন।

জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে তারা তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে বাকবিতন্ডার পর ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মী ইউএনও’র কক্ষে ঢুকে জামায়াত নেতাদের পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর উপজেলা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। জামায়াতের নেতাকর্মীরা ইউএনও অফিসে গিয়ে প্রতিবাদ জানান এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএনও মীর রাশেদুজ্জামান ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেবেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে