ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

ভাঙা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবীর লকার

২০২৫ মার্চ ০৪ ১২:৩০:০৪
ভাঙা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবীর লকার

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা আফতাব। যিনি তৌফিকা করিম নামেও পরিচিত। তার নামে সিটিজেন ব্যাংকের গুলশান শাখায় থাকা গোপন লকার ভাঙা হচ্ছে।

লকারটি ভাঙতে মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাত উল্লাহর উপস্থিতিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পেয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে প্রায় সাড়ে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এবং তাঁর নাম ভাঙিয়ে এসব সম্পদ অর্জন করেছেন।

অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁর নামে ও বেনামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। তিনি সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং এর মাধ্যমে আনিসুল হক কানাডাসহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।

অতিরিক্তভাবে তিনি নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের সময় জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিতেন।

আইনমন্ত্রীর বিশ্বস্ত সহযোগী হওয়ায় তিনি আইন মন্ত্রণালয়, বিচারিক আদালতে নিয়োগ-বদলি, জামিনসহ বিভিন্ন তদবির বাণিজ্য ও দুর্নীতি করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে