ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

গভর্নরের সতর্কবার্তা: ব্যাংকিং খাতে বড় সংকট

২০২৫ মার্চ ০৪ ১০:৪৩:১১
গভর্নরের সতর্কবার্তা: ব্যাংকিং খাতে বড় সংকট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতে গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় তিনগুণ, যা ব্যাংকিং খাতের জন্য বড় একটি সংকেত। ২০২৩ সালের ডিসেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল দুই লাখ ১৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। এক বছরের মধ্যে এটি বেড়েছে এক লাখ ২৯ হাজার ৩৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ২.৮১ গুণ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এ বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার অনিয়ম এবং সরকারের কিছু পলিসি পরিবর্তনকে দায়ী করছেন। বিশেষ করে, একসময় এস আলম গ্রুপের মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিয়ে তা খেলাপি হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খেলাপি ঋণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে। তিনি আরো জানান, পূর্বে ১৮০ দিনের মধ্যে ঋণ খেলাপি হলেও, নতুন নিয়মে মাত্র ৯০ দিনের মধ্যে ঋণ খেলাপি হতে পারে, যার প্রভাব খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধিতে পড়ছে।

তবে, বেসরকারি খাতের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৩৬ হাজার ৬১৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪২ দশমিক ৮৩ শতাংশ।

এনামুল/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে