ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

স্বরাষ্ট্র উপদেষ্টার ধূমপান বিতর্কে বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ

২০২৫ মার্চ ০৩ ১৯:৪৩:৪৫
স্বরাষ্ট্র উপদেষ্টার ধূমপান বিতর্কে বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটেছে।

গত ১ মার্চ, শনিবার, রাজধানীর লালমাটিয়ায় এক চায়ের দোকানে প্রকাশ্যে ধূমপান করছিলেন দুই তরুণী। এসময় কিছু লোক, যারা নামাজে যাচ্ছিলেন, তাদের বাধা দেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি, তাদের ওপর গরম চা ছুঁড়ে মারাও হয়।

এ ঘটনার পর ২ মার্চ, রবিবার, সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি বলেন, "আমি যতটুকু জানি, তারা সিগারেট খাচ্ছিলেন এবং কিছু লোক নামাজে যাচ্ছিলেন। তারা বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মারা হয়।" তিনি আরও বলেন, "পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ।"

তবে, স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের পর ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, তার মন্তব্যটি ভুক্তভোগীদের প্রতি দোষারোপমূলক এবং নিপীড়নকে ন্যায্যতা দেওয়ার মতো।

এই পরিস্থিতিতে, প্রতিবাদী একদল বিক্ষোভকারী লালমাটিয়ায় ওই ঘটনার স্থানে একত্রিত হয়ে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলন শুরু করেন। পরে তারা মিছিল করে জাতীয় সংসদ ভবনের সামনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন এবং তার অপসারণের দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, "ধূমপান আইনগতভাবে নিয়ন্ত্রিত হতে পারে, তবে তা কখনোই শারীরিক লাঞ্ছনার বৈধতা দেয় না।" তারা আরও বলেন, "এ ধরনের মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি নিপীড়ন ও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল।"

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে, এখনও পর্যন্ত সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে নতুন কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে