ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

২০২৫ মার্চ ০৩ ১৬:৩৯:২৬
এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সোমবার (৩ মার্চ) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে। মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্য সংশোধন করার পর এলপিজির দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এবং অক্টোবর মাসে এলপিজির দাম বৃদ্ধি পায়, তবে এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম কমানো হয়েছিল।

এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে, যা প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে পর্যালোচনা করা হয়।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে