ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ০৩ ১৬:৩৮:০৮
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (৩ মার্চ) বিবিসি বাংলায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, যার উত্তর দিয়েছেন ড. ইউনূস। তিনি জানান, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কখনই অবনতি হয়নি, বরং এটা সবসময় ভালো ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের সম্পর্ক কখনও খারাপ হতে পারে না। দুই দেশের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ, যে আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ঐতিহাসিক, রাজনৈতিক, এবং অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী, এবং এটি বজায় থাকবে। তবে কিছু সময় মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যা অপপ্রচার থেকে সৃষ্টি হয়েছে। তবে সেই ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা চলছে।"

তিনি আরও বলেন, "ভারত সরকারের সাথে সবসময় আমাদের যোগাযোগ অব্যাহত থাকে। তারা এখানে আসছে এবং আমাদের প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার প্রথম সপ্তাহেই কথাবার্তা হয়েছে।"

এছাড়া তিনি উল্লেখ করেন যে, অপপ্রচার এবং ভুল বোঝাবুঝির কারণে মাঝে কিছু সমস্যা সৃষ্টি হলেও তিনি আশাবাদী যে দুই দেশের মধ্যে এই পরিস্থিতি দ্রুত সমাধান হবে এবং সম্পর্ক আরো মজবুত হবে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে