ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

কোটা নিয়ে কড়া বার্তা ছাত্র অধিকার পরিষদের

২০২৫ মার্চ ০৩ ১৬:০৮:২৯
কোটা নিয়ে কড়া বার্তা ছাত্র অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে নিহত বা আহত পরিবারের সদস্যদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (০৩ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বক্তব্য দেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের সদস্যদেরও কোটা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ওই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরেও সরকার আবার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা তাদের মতে বৈষম্য বিরোধী চেতনার বিরুদ্ধে।

ছাত্র অধিকার পরিষদ সভাপতি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এ ধরনের কোটা থাকা উচিত নয়। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র, তরুণ এবং সাধারণ মানুষের নেতৃত্ব ছিল এবং তাদের দাবি স্পষ্ট—এ দেশে সবাই সমান অধিকারী।

তিনি বলেন, "যেভাবে মুক্তিযুদ্ধে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছিল, ঠিক তেমনি ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, যা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।"

বিন ইয়ামিন মোল্লা জানান, বর্তমানে রেল, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় কোটা ব্যবস্থা রয়েছে। কিন্তু সরকার সেগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু স্কুলে ভর্তির কোটার বিষয়টি প্রাধান্য দিয়েছে।

তিনি বলেন, "আমরা ছাত্রদের বৈষম্য রোধের জন্য আন্দোলন করেছি এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গোপালগঞ্জসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বিরোধী আন্দোলন করেছি। তাই আবারও বলছি, কোটা ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। যদি তা না হয়, ছাত্র অধিকার পরিষদ তীব্র আন্দোলন শুরু করবে।"

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে