ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

দল পরিচালনায় অর্থের উৎস, যা বললেন হান্নান মাসউদ

২০২৫ মার্চ ০২ ২১:৪১:১৮
দল পরিচালনায় অর্থের উৎস, যা বললেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দলটির আত্মপ্রকাশ উপলক্ষে সারাদেশ থেকে বিভিন্ন বাহনে এসে যোগ দেন ‘বৈষম্যবিরোধী’ নেতাকর্মীরা।

এই আয়োজন ছিল বেশ আড়ম্বরপূর্ণ এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।

নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, সদ্য ছাত্রত্ব শেষ করা ‘নেতারা’ এত বড় আয়োজনের জন্য অর্থ কোথা থেকে পেলেন? নতুন দলের ফান্ডিং কীভাবে চলছে?

সামাজিক মাধ্যমেই কেবল প্রশ্ন ওঠেনি, সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের অনুষ্ঠানে এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও এই প্রশ্নের মুখোমুখি হন।

এক দর্শকের প্রশ্নের উত্তরে আব্দুল হান্নান মাসউদ বলেন, “আমাদের অর্থের উৎস হবে ক্রাউড ফান্ডিং, পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আমাদের সাহায্য করবেন, এটা আমরা আশা করি।”

তিনি বলেন, “আমরা সঠিকভাবে এ বিষয়টি স্পষ্ট করতে চাই যে, প্রতি ৬ মাস বা ১ বছরে একবার আমরা জনগণের কাছে এই অর্থের হিসাব প্রকাশ করব।”

তিনি আরও বলেন, “আমাদের দল সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক হবে, যাতে সাধারণ মানুষও অর্থের প্রবাহ এবং খরচের হিসাব দেখতে পারে। আমাদের ওয়েবসাইটে সব তথ্য থাকবে, কোথা থেকে টাকা আসছে, কোথায় খরচ হচ্ছে—এই স্বচ্ছতাটা আমরা নিশ্চিত করতে চাই।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে