ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

রোজা রেখেই ট্রাফিক সামলাচ্ছেন শিক্ষার্থীরা, পাচ্ছেন সম্মানী

২০২৫ মার্চ ০২ ১৬:১৮:১৯
রোজা রেখেই ট্রাফিক সামলাচ্ছেন শিক্ষার্থীরা, পাচ্ছেন সম্মানী

নিজস্ব প্রতিবেদক : রোজা রেখে রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা, পাচ্ছেন সম্মানীও। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজধানী ঢাকা শহরের সড়কে যানজট নিরসনে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করছেন এবং যানজট কমাতে কাজ করে যাচ্ছেন।

এছাড়া, তারা পড়ালেখার পাশাপাশি দেশের জন্য সেবা প্রদান করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। শিক্ষার্থীরা দিনে চার ঘণ্টা কাজ করেন এবং এর জন্য তারা ৫০০ টাকা সম্মানী পান। সম্মানীটি মাস শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।

বর্তমানে রাজধানীতে দুই শিফটে ২৯০ জন শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। প্রথম শিফট সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত, আর দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এক সপ্তাহ কাজ করার পর শিক্ষার্থীদের স্থান পরিবর্তন করা হয়।

রমজান মাস শুরু হওয়ার পর, যদিও তাপমাত্রা বেড়ে গেছে, তবে শিক্ষার্থীরা রোজা রেখেই দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত বিভিন্ন এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করে, যেমন- রিকশা উঠতে না দেওয়া, বাস নির্দিষ্ট স্থানে থামানো, হেলমেট ছাড়া বাইক চালানো রোধ করা ইত্যাদি।

এদের মধ্যে একটি শিক্ষার্থী বলেন, “রোজার মাসে কাজ করতে কষ্ট হলেও দেশের স্বার্থে আমরা এটি করছি এবং আগামীতেও এটি চালিয়ে যাব।” তারা আরো বলেন, বাস ও বাইক চালকদের কারণে অনেক সময় কটু কথা শোনা যায়, তবে তাদের এই কাজ দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বলে মনে হয়।

অন্যদিকে, শিক্ষার্থীরা রাস্তার শৃঙ্খলা রক্ষায় আরো একদফা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা মনে করেন, আইন মানলেই রাজধানীর যানজট অনেকাংশে কমে যাবে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীরা তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে ট্রাফিক নিয়ম সম্পর্কে ভালোভাবে অবগত হচ্ছেন, যা ভবিষ্যতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে