ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে সংশোধন, যা বলছেন বাজার সংশ্লিষ্টরা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৫:১৬:১৬
শেয়ারবাজারে সংশোধন, যা বলছেন বাজার সংশ্লিষ্টরা

শেয়ারবাজারে সংশোধন, যা বলছেন বাজার সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় ফিরেছিল দেশের উভয় শেয়ারবাজার। এরপর গত চার কর্মদিবসই ইতিবাচক প্রবণতা বজায় রেখে বাজারে লেনদেন হয়েছে।

চার কর্মদিবস পর আজ বুধবার উভয় বাজারে সংশোধন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক ও লেনদেন যেমন কমেছে, পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৫ পয়েন্ট। আজ ডিএসইর সূচক কমেছে ১৪ পয়েন্ট।

তাঁদের মতে, ৪-৫ দিন আগে যারা কম দামে শেয়ার কিনেছিলেন, তারা আজ মুনাফা তুলেছে। তাদের মুনাফা তোলার চাপে সংশোধন হয়েছে শেয়ারবাজারে।

এছাড়া, গতকাল মঙ্গলবার বড় মূলধনী ব্যাংক খাতের শেয়ারে চাঙ্গাভাব দেখা গিয়েছিল। যে কারণে গতকাল সূচকেও বড় প্রভাব দেখা দিয়েছিল। আজ ব্যাংক খাতের শেয়ার পতন প্রবণতায় ছিল। যে কারণে সূচকও নেতিবাচক প্রবণতায় নেমেছে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ৩৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার। লেনদেন কমেছে ১৪৩ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৭টির, কমেছে ২০৮টির এবং পরিবর্তন হয়নি ৬২টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৭ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৩৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৮৩ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ১৩৫ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে