ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের যে গ্রামে চুক্তিতে বউসহ সবকিছু ভাড়া পাওয়া যায়

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৩:২৮:০৪
বাংলাদেশের যে গ্রামে চুক্তিতে বউসহ সবকিছু ভাড়া পাওয়া যায়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার ভাদুন গ্রামে চুক্তি ও টাকার বিনিময়ে 'বউ' বা 'মা'সহ যে কোনো চরিত্র ভাড়া করা যায়। এই অদ্ভুত পদ্ধতি বৈধ ও প্রচলিত। গ্রামটির বেশিরভাগ বাসিন্দা বর্তমানে নাটক ও সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন।

গাজীপুর জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামটি ৯০-এর দশক থেকে চলচ্চিত্র শিল্পীদের প্রিয় শুটিং স্পট হয়ে উঠেছে। এই গ্রামে মেঘলা, আকাশ ভিলা, ঐশী সুটিং, বিলভিলা, হাসনাহেনা, শাহিনের বাড়ি, এবং কৃষ্ণচূড়া সহ অসংখ্য শুটিং স্পট রয়েছে। এখানে নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু ভাড়া পাওয়া যায়।

গ্রামবাসীরা জানান, আগে এসব সরঞ্জাম এবং চরিত্র ফ্রি-তে দেওয়া হলেও, এখন টাকার বিনিময়ে এসব যোগান দেওয়া হয়। বিশেষ করে টিকটকাররা এখন এই ভাড়াকৃত চরিত্র ব্যবহার করে। বউ বা মায়ের চরিত্রে অভিনয়ের জন্য বর্তমানে ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

গ্রামটির বাসিন্দা সালেহ জানান, সিনেমা বা নাটকের জন্য বউ বা মায়ের চরিত্রের জন্য অভিনয়ের দক্ষতা থাকা জরুরি হলেও, টিকটকাররা সহজে এই চরিত্রগুলো ভাড়া করে থাকেন। এমনকি ইউটিউবে এই বিষয়ে কনটেন্টও তৈরি হয়েছে।

এভাবে ভাদুন গ্রামটি চলচ্চিত্র শিল্পী ও টিকটকারদের জন্য একটি অদ্ভুত অভ্যস্ত জায়গায় পরিণত হয়েছে, যেখানে সবাই তাদের কাজের জন্য প্রয়োজনীয় চরিত্র ভাড়া করতে পারেন।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে