ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাড়ে তিন মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:১১:৪৫
সাড়ে তিন মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৩ কর্মদিবসের মতো আজ মঙ্গলবারও (২৫ ফেব্রুয়ারি) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনেও অনেক উন্নতি হয়েছে। আজ লেনদেন হয়েছে ৬০০ কোটির বেশি। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৮ পয়েন্টে। আগেরদিন সোমবার সূচক বেড়েছিল ১১ পয়েন্ট, রোববার ২৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ৮ পয়েন্ট। চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৭৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ৭ নভেম্বর আজকের থেকে বেশি বা ৬০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৫৬টির এবং পরিবর্তন হয়নি ৪৪টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৫১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৬ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৬১ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে