ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সংগঠককে বহিষ্কার

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৩:১৭:২০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সংগঠককে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সংগঠক তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে, তিনি রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ এবং সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ এবং মিডিয়া সেল থেকে শুক্রবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করা হয়। রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান স্বাক্ষরিত একটি নোটিশে তাসিনের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনা সম্পর্কিত একটি কল রেকর্ডের ভিত্তিতে তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।" বহিষ্কারের পর থেকে তানজিম আলম তাসিনের সাথে সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, “স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়।” অন্যদিকে, সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল মন্তব্য করেন, “ঘরের শত্রু বিভীষণ। দেশ বিনির্মাণে যে দায়িত্ব আমানত হিসেবে নিয়েছি, তা নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব, ইনশাআল্লাহ।”

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে