ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিজিবি-বিএসএফ সম্মেলনে থেকে এলো যেসব চমকপ্রদ সিদ্ধান্ত

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১১:২৬:২১
বিজিবি-বিএসএফ সম্মেলনে থেকে এলো যেসব চমকপ্রদ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ভারতের নয়াদিল্লিতে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ৫৫তম সীমান্ত সম্মেলনে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং দুই দেশের বাহিনীর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী নেতৃত্বে দুই বাহিনীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

গৃহীত সিদ্ধান্তসমূহ:

** সীমান্ত হত্যার রোধ: সীমান্তে হত্যাকাণ্ড কমানোর জন্য অ-প্রাণঘাতী নীতি অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। বাংলাদেশে সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য যৌথ প্রচেষ্টা চালানো হবে।

** যৌথ টহল বৃদ্ধি: সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি করা হবে, যাতে সীমান্ত অপরাধ কমানো সম্ভব হয়।

** চোরাচালান রোধ: সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণসহ অন্যান্য চোরাচালান রোধে একে অপরের সঙ্গে তথ্য বিনিময় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

** মানবপাচার প্রতিরোধ: মানবপাচার রোধে সহযোগিতা বাড়ানো হবে এবং পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালানো হবে।

** সীমান্ত নদী ও ভাঙন: সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ এবং পানি ছেড়ে দেওয়ার অনাকাঙ্ক্ষিত প্রভাব প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এই সম্মেলনটি দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে