ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ফিরে আসা পাঁচ যুবকের হৃদয়বিদারক গল্প

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১১:০৪:৪০
ফিরে আসা পাঁচ যুবকের হৃদয়বিদারক গল্প

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের ইয়াছিন হাওলাদার জানালেন, “দালালের খপ্পরে পড়ে বিদেশে সোনার হরিণের পেছনে যেন কেউ না ছোটে। সব হারিয়ে শুধু প্রাণ নিয়ে দেশে ফিরেছি। দেশে ফিরতে পারব তা-ও কখনো ভাবিনি।” কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ইয়াছিন। তিনি, মোস্তাকিম সরকার, মোজাম্মেল হক, জিহাদ ফকির ও রোমান হাওলাদার—এই পাঁচজন ২২ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে আলজেরিয়া থেকে দেশে ফিরেন। তাদের ফেরানোর কাজে সহায়তা করে ব্র্যাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং বাংলাদেশ দূতাবাস।

ইয়াছিন হাওলাদার, তার সহযাত্রীদের সঙ্গে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ইতালিতে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন। কিন্তু দালালের প্রতারণায় তারা পৌঁছান লিবিয়ায়, যেখানে এক ভয়ঙ্কর মানবপাচারকারী চক্রের হাতে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। মরুভূমিতে সাতদিন শুধু খেজুর খেয়ে বেঁচে ছিলেন।

তিনি আরও জানান, একটি মানব পাচার চক্রের সদস্যরা তাদের কাছ থেকে টাকা দাবি করে, এরপর তাদের ভূমধ্যসাগরে নৌকা তুলে দেয়। মাঝ সাগরে নৌকা ফুটো হয়ে যায়, যেখানে লবণ পানি ও পেট্রোল মিশে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তিউনিসিয়ার কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। ইয়াছিন জানান, মরুভূমিতে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে, অসুস্থ বন্ধুকে কাঁধে নিয়ে পথ চলেছেন।

এরপর, তাদের আলজেরিয়ায় জেলে বন্দী করা হয়, যেখানে তারা দালালদের অত্যাচারের শিকার হন। ইয়াছিন বলেন, "লিবিয়ায় মাফিয়ার কাছে আটক ছিলাম। দালালদের মোট ২৫ লাখ ৮০ হাজার টাকা দিয়েছে আমার পরিবার। এখন আমার পরিবারের আর কিছুই নেই।"

মোস্তাকিম সরকারের স্ত্রী শারমিন আক্তার বলেন, “স্বামীর জন্য উপায়ন্তর না দেখে তিনি মুক্তিপণের ১২ লাখ টাকা তার বাবার বাড়ি থেকে নিয়েছেন। দালালদের বিরুদ্ধে মামলা করা হলেও তাদের কোনো শাস্তি হয়নি।”

এই পাঁচজনকে ব্র্যাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, “সাধারণ মানুষ ও বিদেশগামীদের সচেতন হতে হবে এবং স্থানীয় দালাল চক্রকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে অভিযান চালাতে হবে।”

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে