ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

উত্তরায় চীনা নাগরিক খুন, পালালেন সহকর্মীরা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ০৮:১০:৫৪
উত্তরায় চীনা নাগরিক খুন, পালালেন সহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু (৩৭) নামের এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। ওয়াং বু গত এক মাস ধরে উত্তরা ৬৩ নম্বর বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করছিলেন।

পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে, বুধবার রাত ১২টার পর তার সহকর্মীরা বাসায় এসে তাকে হত্যা করে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হত্যার পর ওই সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। নিহত ওয়াং বু বাংলাদেশে ৯ বছর ধরে পাথরের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, চাইনিজদের একটি দল ওই বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পরে বেরিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা ওয়াং বুকে হত্যা করে পালিয়ে যান। পুলিশ এখন এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নিতে তদন্ত করছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং সিআইডি ক্রাইম সিনের সদস্যদের জানানো হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে