ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগ নেতাদের সঙ্গে পিপির গোপন বৈঠক, বিতর্কের ঝড়

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১২:২৮:৩৩
আ.লীগ নেতাদের সঙ্গে পিপির গোপন বৈঠক, বিতর্কের ঝড়

নিজস্ব প্রতিবেদক: পাবনার নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েল সম্প্রতি আওয়ামী লীগ নেতা এবং আইনজীবীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন, যা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের একাধিক ছবি ভাইরাল হয়েছে, এবং এতে ফ্যাসিবাদবিরোধী আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এবং আইনজীবী সমিতির সাবেক নির্বাহী পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল্লাহ বিশ্বাস হেলাল। বৈঠকে আইনজীবী সমিতির নির্বাচন এবং ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে, পাবনা আইনজীবী সমিতির সদস্যরা এই বৈঠককে একেবারে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তারা বলেন, "এই পিপি সাহেব যেভাবে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন, তা আমাদের জন্য লজ্জাকর।"

অপরদিকে, অভিযুক্ত পিপি গোলাম সরোওয়ার খান জুয়েল দাবি করেছেন, বৈঠকটি তার বাসায় নয়, চেম্বারে হয়েছে এবং এটি আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা ছিল।

এ ঘটনাটি পাবনার রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং গণঅধিকার পরিষদও বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে