ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নিলামে উঠেছে যাদের গাড়ি: সর্বোচ্চ দর ৩ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১১:৪৬:২২
নিলামে উঠেছে যাদের গাড়ি: সর্বোচ্চ দর ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্যদের আমদানি করা ২৪টি গাড়ি প্রথমবারের মতো নিলামে তোলা হয়েছে। এই নিলামে মোট ২৪টি গাড়ির মধ্যে ১৪টিতে দর জমা পড়েছে, তবে কোনো গাড়িই প্রত্যাশিত দামের কাছাকাছি পৌঁছায়নি। সর্বোচ্চ দর ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত উঠেছে। তবে ১০টি গাড়িতে কোনো দর জমা পড়েনি।

গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন এমপিরা। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের কারণে শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে গেলে, গাড়িগুলো বন্দরেই পড়ে থাকে। পরে কাস্টমস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী এসব গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়।

নিলাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:

- সর্বোচ্চ দাম: ৩ কোটি ১০ লাখ টাকা

- গাড়ির মডেল: ২০১৯ মডেলের টয়োটা এস্কোয়ার, ২০১৮ মডেলের টয়োটা হ্যারিয়ারের বিভিন্ন মডেল

- নিলামে অংশগ্রহণকারীরা: বিভিন্ন কোম্পানি যেমন এস এ ট্রেডিং, কেডিএস গার্মেন্টস, ফারজানা ট্রেডিং, চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশন, ইত্যাদি।

- দর পড়েছে ১৪টি গাড়িতে: ২০টি গাড়ি কোনো দর পায়নি, অনেকেই উল্লেখযোগ্য কম দামে দর দিয়েছেন।

বিক্রির জন্য তোলা সাবেক এমপিদের নাম:

১. এস এম কামাল হোসাইন (খুলনা-৩)

২. আবুল কালাম আজাদ (জামালপুর-৫)

৩. সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২)

৪. আক্তারউজ্জামান (গাজীপুর-৫)

৫. শাম্মী আহমেদ (সংরক্ষিত আসন-১৭)

৬. সুরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩)

৭. মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (ময়মনসিংহ-১১)

৮. মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪)

৯. এস এ কে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১)

১০. মো. নাসের শাহরিয়ার (ঝিনাইদহ-২)

১১. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২)

১২. শাহ সরোয়ার কবীর (গাইবান্ধা-২)

১৩. মজিবুর রহমান মঞ্জু (বগুড়া-৫)

১৪. মো. তৌহিদুজ্জামান (যশোর-২)

১৫. আব্দুল মোতালেব (চট্টগ্রাম-১৫)

১৬. সানজিদা খানম (সংরক্ষিত আসন-৩২)

১৭. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)

১৮. তারানা হালিম (সংরক্ষিত আসন-১৮)

১৯. রুনু রেজা (সংরক্ষিত আসন-১২)

২০. মো. আসাদুজ্জামান (রংপুর-১)

২১. মো. সাদ্দাম হোসাইন (নীলফামারী-৩)

২২. মো. সাইফুল ইসলাম (ঢাকা-১৯)

২৩. এবিএম আনিসুজ্জামান (ময়মনসিংহ-৭)

২৪. সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪)

এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) এই নিলামের পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবে, তবে গাড়িগুলোর দাম প্রত্যাশিত থেকে অনেক কম হওয়ায় ভবিষ্যতে আরও নিলাম হতে পারে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে