ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নাফিজ সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৯:৪৭:০০
নাফিজ সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সারাফত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং নিজেদের মধ্যে যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, চৌধুরী নাফিজ সারাফাত, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং পুত্র রাহিব সাফওয়ান চৌধুরীর নিজ নামে ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের হিসাবে তাঁদের পেশা, অর্থের উৎস ও হিসাব খোলার উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল পরিমাণ টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করার পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্য কোথাও সরানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

দুদক বলেছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তি, তাঁর পরিবারের সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে