ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মার্কিন তরুণীর সঙ্গে গোপন সম্পর্ক, বাবার দাবিতে মুখ খুললেন ইলন মাস্ক

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২১:৩৩:০১
মার্কিন তরুণীর সঙ্গে গোপন সম্পর্ক, বাবার দাবিতে মুখ খুললেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট: মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলি ক্লেয়ার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, ইলন মাস্কই তার সন্তানের বাবা।

এমন দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্ককে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এমন অবস্থায় অবশেষে নীরবতা ভেঙ্গেছেন ইলন মাস্ক। তবে তিনি শিশুর বাবা হওয়ার বিষয়টি স্পষ্ট করেননি।

ইলন মাস্ককে সন্তানের বাবা হিসেবে অ্যাশলি ক্লেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টে দাবি তুলেছেন, সেই পোস্টে রিটুইট করেছেন মাস্ক। ক্যাপশন দিয়েছেন ‘ওহা’।

হঠাৎ করে গত শুক্রবার অ্যাশলি ঘোষণা দেন, ‘পাঁচ মাস আগে আমার নতুন সন্তান পৃথিবীতে এসেছে। তার বাবা ইলন মাস্ক।’

অ্যাশলি বলেন, ‘আগে আমি বিষয়টি নিয়ে কথা বলিনি। কারণ আমাদের সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় এর সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘তবে সম্প্রতি আমি বুঝতে পারছি যে, ট্যাবলয়েড মিডিয়ার উদ্দেশ্য কী, যা ক্ষতিই হোক না কেন, তারা তাদের কাজ করে যাবে।’

ইলন মাস্কের উদ্দেশে অ্যাশলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইলন, আমরা গত বেশ কয়েক দিন ধরে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু, তুমি কোনো উত্তর দাওনি।’

মাশরুর/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে