ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

‘যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন, ভেবে দেখবেন’

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২১:১৫:৫২
‘যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন, ভেবে দেখবেন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন আদায়ের জন্য যেন জনগণকে রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়।

তিনি আরও বলেন, ‘আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি, সম্মানের সঙ্গেই বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন। আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন, সেটা একটু ভেবে দেখবেন।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এই কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র বলেন, এই সরকার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ালে তাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে। তিনি নির্বাচন চান এবং রাজনীতিবিদদের মধ্যে সংস্কারের ইতিবাচক মনোভাবের কথাও উল্লেখ করেন। তিনি ৩১ দফা সংস্কারের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় আশা প্রকাশ করে বলেন, জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের উদ্যোগ নেবে। নির্বাচনে জনগণই ফয়সালা করবে এবং তিনি জনগণের রায়ে কোনো আপত্তি করবেন না।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে