ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

নতুন নিয়ম চিড়িয়াখানায়: পুরুষের একা প্রবেশ নিষেধ

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১১:৩৮:৫২
নতুন নিয়ম চিড়িয়াখানায়: পুরুষের একা প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক: জাপানের পূর্ব তোচিগি প্রিফেকচরের 'হিলিং প্যাভিলিয়ন' চিড়িয়াখানায় নতুন নিয়ম জারি করা হয়েছে, যেখানে পুরুষদের একা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র যদি পুরুষরা তাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে নিয়ে আসে, তবেই তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

চিড়িয়াখানার পরিচালক মিসা মামা জানিয়েছেন, তাদের কাছে বেশ কিছু নারীর যৌন হেনস্তার অভিযোগ এসেছে, যেখানে পুরুষরা একা চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এই ধরনের আচরণ করেছে। এ ঘটনায় অভিযুক্ত সব পুরুষই পরিবার ছাড়া একা আসা দর্শনার্থী ছিলেন।

এই চিড়িয়াখানায় দর্শনার্থীরা পশুদের স্পর্শ করতে, তাদের সঙ্গে সময় কাটাতে এবং কুকুর, বিড়াল, ভেড়াকে খাওয়াতে পারে। এভাবে চিড়িয়াখানা মানসিক ও শারীরিক সমস্যা নিরাময়ের চেষ্টা করে থাকে। দর্শনার্থীরা চাইলে তাদের পোষা প্রাণীও সঙ্গে নিয়ে যেতে পারেন।

মিসা মামা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নতুন নিয়মের ঘোষণা দেন, যেখানে তিনি জানান, একা পুরুষদের আর চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে তারা যদি পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে থাকেন, তাহলে প্রবেশ করতে পারবেন।

এছাড়া, মিসা মামা নিজেও একাকী আসা পুরুষদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। কখনো কখনো নারীদের উদ্দেশে কুমন্তব্যও করা হয়েছে।

মিসার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন নারী সিদ্ধান্তটিকে সমর্থন করেছেন, তবে কিছু পুরুষ মনে করছেন যে, তাদের কাছে এটি অযৌক্তিক, কারণ অনেকেই একা পশুপাখির সঙ্গ উপভোগ করতে চায় এবং তাদের জন্য এই নতুন নিয়ম বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফারহানা/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে