ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নাগরিক কমিটির

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২৩:১৬:০৭
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, তারা একটি টেস্ট ম্যাচের (স্থানীয় সরকার নির্বাচন) মধ্য দিয়ে যেতে চান।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের যারা সহযোগী রয়েছে এবং যারা এখনো স্থানীয় সরকারের দায়িত্বে আছেন, তাদের কার্যকারিতা (ফ্যাসিবাদী কার্যকলাপ) বজায় আছে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে একটি নির্বাচনের প্রয়োজন।

বৈঠকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসন করা হলে তারা আবার প্রতিবাদ জানাবেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, দোষীদের, খুনিদের, এবং তাদের সহযোগীদের শাস্তি দিতে হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে