ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

৪ বাংলাদেশিসহ ১০ জেলেকে নতুন সুযোগ দিচ্ছে আরাকান আর্মি

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৫:০৭:২২
৪ বাংলাদেশিসহ ১০ জেলেকে নতুন সুযোগ দিচ্ছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি হাতে আটক থাকা চার বাংলাদেশিসহ ১০ জেলে এখনও ফিরেনি। সম্প্রতি সময়ে আটকরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিবারকে জেলেরা জানিয়েছেন, আটক থাকলেও সেখানে তারা ভালো আছেন, তাদের রান্না করে খাওয়ার সুযোগ দিচ্ছে আরাকান আর্মি।

এর আগে শনিবার (৯ ফেব্রুয়ারি) ইঞ্জিন চালিত নৌকায় নাফনদীর শাহপরীর দ্বীপের মোহনায় মাছ ধরতে যায় ১০ জেলে। যেখানে ৪ জন স্থানীয় জেলে এবং ৬ জন রোহিঙ্গা ছিল। মাছ ধরার এক পর্যায়ে তারা ভুলে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। তারপর তাদের আটক করে আরাকান আর্মি। এ ঘটনার ৭দিন পার হলেও আটকরা এখনও ছাড়া পায়নি।

আটকদের মধ্যে স্থানীয় জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।

রোহিঙ্গা জেলেরা হলেন-টেকনাফ হ্নীলা ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহাম্মদ(৩৬) আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন(২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন ( ৩৯)।

শাহপরীর দ্বীপের নৌকার মাঝি জেলে মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন, ‘আমার স্বামী আটকের একদিন পরে ফোন করেছিল। এসময় তিনি বলেছিলেন, আমরা ভালো আছি। আরাকান আর্মি আমাদের রান্না করে খাওয়া-দাওয়ার সুযোগ দিয়েছে। তারা আজকাল ছেড়ে দিবে বলে আশ্বাস দিয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু বিষয়টি জেনেছে সেজন্য ছেড়ে দিতে দেরী হচ্ছে বলে জানিয়েছে এবং বিজিবিকে বিষয়টি জানানোর জন্য বলেছে।’

তিনি আরও বলেন, বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। এখন আর কোনো খোঁজ খবর পাচ্ছিনা। আরাকান আর্মির হাতে বন্দি থাকা অবস্থায় যে নাম্বার থেকে কল করেছিল, সেই নাম্বার যোগাযোগ করা হলে আর যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খুব চিন্তায় আছি।

টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিন চালিত নৌকায় নাফনদীতে মাছ ধরতে যায়। এসময় তারা ভুলে মিয়ানমার সীমান্তে চলে গেলে তাদের আটক করে আরাকান আর্মি। ঘটনার এক সপ্তাহ হতে চললেও কেউ এখনও ছাড়া পাইনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আশা করি আটক জেলেরা দ্রুত বাড়ি ফেরত আসতে পারবেন।

ফারহানা/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে