ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ভারতের ওপর চাপ বাড়াতে প্রস্তুত ট্রাম্প

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৪:৪৯:১১
ভারতের ওপর চাপ বাড়াতে প্রস্তুত ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

তবে বৈঠকের মধ্যে, ট্রাম্প মোদিকে একটি হুমকি দেন, যা বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বৈঠক শুরুর কিছুক্ষণ আগে, ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়া নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি আরও বলেন, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করছে, তাদের বিরুদ্ধে পাল্টা শুল্ক ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প বলেন, "প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি ভারতের ‘অত্যন্ত কঠোর ও অন্যায্য শুল্ক’ কমানোর ঘোষণা দিয়েছেন, যা আমাদের ভারতের বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল। এটি একটি বড় সমস্যা।"

এ সময় হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ভারত আমাদের ওপর যে শুল্ক বসাবে, আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করবো।" এই মন্তব্য ট্রাম্পের পক্ষ থেকে মোদিকে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়।

এদিকে, মোদি ট্রাম্পের মন্তব্যের উত্তরে বলেন, "আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যা শিখেছি, তা হলো তিনি সবসময় জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখেন। আমিও ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিই।"

দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যু নিয়ে আরও আলোচনা করতে, মোদি এবং ট্রাম্প একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামী সাত মাসের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই হতে পারে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরেই এক সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

মোদি বলেছেন, "২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে ভারত কাজ করছে।" এ সময় পারমাণবিক শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে, যদিও এ বিষয়ে কিছু আইনি জটিলতা রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে